ডিবিএ’র ১৫ পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পর্ষদ নির্বাচনে ১৫ জন পরিচালক পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা আগামী দুই বছর (২০২৪-২৫) অ্যাসোসিয়েশনে নেতৃত্ব দেবেন।

ডিবিএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) ডিবিএ’র নির্বাচন বোর্ড পরিচালক পদের জন্য ১৫ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। তারা অ্যাসোসিয়েশনের আসন্ন এজিএমে আনুষ্ঠানিকভাবে পর্ষদের দায়িত্ব নেবেন।

এর আগে নির্বাচন বোর্ড নির্বাচন তফসিল অনুযায়ী গত ২৯ অক্টোবর ১৫ জনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় বিধি মোতাবেক নির্বাচন বোর্ড ১৫ পদের বিপরীতে ১৫ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে। ফলে, এখন আর নির্বাচন করার প্রয়োজন হচ্ছে না।

নির্বাচিত ১৫ পরিচালক হলেন—ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম, স্যার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, আদিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, এরিস সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মো. মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কনসালটেন্টসের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজা কামাল, সাবভেলী সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-ই-ইলাহী, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, ইমিনেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খাঁন, আলী সিকিউরিটিজ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মামুন আকবর, ব্যাংক এশিয়া সিকিউরিটিজের সিইও সুমন দাস, পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ, এনএলআই সিকিউরিটিজের সিইও মো. শাহেদ ইমরান, নিউ এরা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আর ওয়াই শমসের ও এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউজ্জামান বোখারী।

নির্বাচিত ১৫ পরিচালক অ্যাসোসিয়েশনের আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন। একই দিনে এজিএম শেষে ১৫ পরিচালকের মধ্যে থেকে একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

পূর্ববর্তী নিবন্ধউন্নত সেবা দিতে ইসলামী ব্যাংকের নতুন ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধআখাউড়া-আগরতলা রেলপথসহ ৩ প্রকল্প উদ্বোধন করলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি