ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের লেনদেন ৫ দিন বন্ধ

নিউজ ডেস্ক : দেশে কার্যরত বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের লেনদেন পাঁচদিন বন্ধ থাকবে। ব্যাংকটির ডেটা সেন্টার স্থানান্তরের জন্য ১৯ নভেম্বর অক্টোবর ২৩ নভেম্বর পর্যন্ত ব্যাংকটির সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

সোমবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের তাদের বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তরের জন্য ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত লেনদেন বন্ধের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক তাতে সম্মতি দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে প্রতি ৫ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত
পরবর্তী নিবন্ধআজ ২ হাজার বিদ্যালয় ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী