নিউজ ডেস্ক : আইএফআইসি ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে “বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণে সচেতনতা বৃদ্ধি” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগিতায় দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এর মুখ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশে নারীর প্রতি সহিংসতায় হার কমাতে সচেতনতা বৃদ্ধি।
সেমিনারটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মাহফুজা লিজা বিপিএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইএফআইসি ব্যাংকের কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় পারিবারিক সহিংসতা,সাইবার বুলিংসহ বিভিন্ন অপরাধের সুরক্ষা প্রদান এর প্রতিরোধ বিষয়ক করোণীয় সর্ম্পকে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামান, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূইয়া, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খানসহ আইএফআইসি ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স এস. এম. আলমগীর-সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।