নিউজ ডেস্ক : দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) “ফাইন্যান্সিয়াল লিডারশিপ ইন এ চেঞ্জিং বিজনেস ল্যান্ডস্কেপ” শীর্ষক ১৪ ও ১৫ ডিসেম্বর, ২০২৩ দুইদিন ব্যাপি একটি সম্মেলনের আয়োজন করে, যেখানে পেশাদার অ্যাকাউন্ট্যান্টদের পেশাকে প্রভাবিত করে এমন নতুন বিষয় নিয়ে চারটি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হয়।
এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোঃ খায়রুজ্জামান মজুমদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনিটরিং সেল ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইসিএমএবি সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ । স্বাগত বক্তব্য রাখেন আইসিএমএবি এর সাবেক সভাপতি এবং সেমিনার অ্যান্ড কনফারেন্স কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিম এফসিএমএ।
গত ১৫ ডিসেম্বর, শুক্রবার ডক্টর জামালউদ্দিন আহমেদ এফসিএ, সাবেক সভাপতি আইসিএবি এবং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড -এর চেয়ারম্যান এর সভাপতিত্বে – বিজনেস সাসটেইনেবিলিটি ফর দ্য ডেভেলপমেন্ট অব স্মার্ট বাংলাদেশের শীর্ষক তৃতীয় টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। আইসিএমএবি কাউন্সিল সদস্য এবং বাংলা ট্র্যাক গ্রুপের সিইও জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএমএ সেশনটি পরিচালনা করেন। ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএমএ, এফসিএ, ভাইস প্রেসিডেন্ট, আইসিএমএবি এবং অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান-বিএইচবিএফসি টেকনিক্যাল পেপার উপস্থাপন করেন।। সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান এসিএমএ।
প্রচ্ছদ ব্যাংক-বীমা “ফাইন্যান্সিয়াল লিডারশিপ ইন এ চেঞ্জিং বিজনেস ল্যান্ডস্কেপ” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত