প্রার্থিতা ফিরে পেলেন সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর

নিউজ ডেস্ক : লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এর ফলে, সংসদ সদস্য পদে লড়তে এখন আর কোনো বাধা নেই তার।

রোববার (১৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আতাউর রহমান প্রধানের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম।

প্রার্থীর গ্রহণযোগ্যতা নিয়ে নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেন আতাউর রহমান প্রধান। আইনজীবীসহ নির্বাচন কমিশন অফিসে এসেও গত ১২ ডিসেম্বর গ্রহণযোগ্যতা পাননি স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান। নির্বাচন কমিশনের আপিল শুনানির তৃতীয় দিনে নামঞ্জুর হয় আতাউর রহমান প্রধানের প্রার্থিতা। ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে জটিলতায় তার আবেদন নামঞ্জুর হয়। প্রার্থিতা বাতিল হওয়ার আগে লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমেহেরপুরের বামন্দীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২১৪তম শাখার শুভ উদ্বোধন
পরবর্তী নিবন্ধরেমিটেন্স সংগ্রহ ও আমানত গ্রহণে নেতৃত্ব দিচ্ছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং