সোনালী ব্যাংকে সরকারি হিসাব হালনাগাদ বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক পিএলসিতে সরকারি দপ্তর প্রকল্পের হিসাবসমূহের কেওয়াইসি (KYC) সহ সামগ্রিক হালনাগাদকরণে প্রতিবন্ধকতা ও তা দূরীকরণ বিষয়ক সভা ২০ ডিসেম্বর, বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাথে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ, ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

সভায় রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন বিএফআইইউ এর পরিচালক মোঃ আরিফুজ্জামান এবং অতিরিক্ত পরিচালক কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য এ. বি. এম. রুহুল আজাদ, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আব্দুল ওয়াদুদ ও ড. আবুল কালাম আজাদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চগড়ের তাপমাত্রা নামল ৯.৬ ডিগ্রিতে
পরবর্তী নিবন্ধরোলেক্সকে ১০০ মিলিয়ন ডলার জরিমানা