৯ জানুয়ারি থেকে এক মাস মেডিকেল ভর্তি কোচিং বন্ধ

নিউজ ডেস্ক : ভর্তি পরীক্ষার কারণে মেডিকেল ভর্তি কোচিং ৯ জানুয়ারি থেকে এক মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসে ভর্তি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি। ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমার শেষ তারিখ ২৪ জানুয়ারি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৯ জানুয়ারি থেকে কোচিং বন্ধ থাকবে। এক মাস আগে থেকে মেডিকেল ভর্তি কোচিং বন্ধ হবে। ৯ জানুয়ারি থেকে কোচিং বন্ধ করার নোটিশ আমরা দিয়ে দেবো।’

পূর্ববর্তী নিবন্ধদেশে রিজার্ভের সংকট নেই: পরিকল্পনামন্ত্রী
পরবর্তী নিবন্ধসমন্বিত ব্যাংক সার্কুলারে বয়স পুনর্বিবেচনার দাবি