গ্রীন বিল্ডিং ও সাশ্রয়ী আবাসন বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব .প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গ্রীন বিল্ডিং এবং সাশ্রয়ী মূল্যের অর্থায়নে আবাসন বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ মহোদয়ের সভাপতিত্বে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে গতকাল বুধবার সভা অনুষ্ঠিত হয়। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল, অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, যুগ্ম সচিব মাকছুমা আকতার বানু এবং সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান, পরিচালনা পর্ষদের পরিচালক মোসলেহ উদ্দীন আহাম্মদ, উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপক মোঃ খাইরুল ইসলাম এবং মডেল প্রণয়নকারী কমিটির উপমহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক খান, উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক জনাব শাকিবুল আলম খান, প্রিন্সিপাল অফিসার মোঃ শফিউল বসর ও প্রিন্সিপাল অফিসার নাঈম শাহরিয়ার সভায় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাজস্ব আহরণে বিশেষ অবদানেসম্মাননা পেল ইসলামী ব্যাংক
পরবর্তী নিবন্ধইলিশ উৎপাদন আরও বাড়ানো হবে: প্রাণিসম্পদ মন্ত্রী