টাঙ্গাইল প্রতিনিধি : ঘন কুয়াশায় একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়েছে।
বৃহস্পতিবার মাঝ রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের আনালিয়াবাড়ী থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজট হয়। এতে গন্তব্যে যাওয়ার যানবাহনের চালক ও যাত্রীরা বিপাকে পড়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার পর ঘন কুয়াশার কারনে এলেঙ্গা ও ভূঞাপুর লিংক রোডে একাধিক সড়ক দুর্ঘটনা ও একটি গাড়ি বিকল হয়ে যায়। সেগুলো সরাতে সময় লাগায় যানজট শুরু হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতু সড়কে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে চলাচল করেছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।