কেন্দ্রীয় ব্যাংকের জেনারেল ও ক্যাশ পদের নাম পরিবর্তন

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের জেনারেল ও ক্যাশ সাইডের বেশ কিছু পদের নামে পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পর্ষদের ১৪তম সভায় এ সম্পর্কিত সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, কারেন্সি অফিসারের নতুন পদের নাম হবে নির্বাহী পরিচালক (কারেন্সি), মহাব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে পরিচালক (ক্যাশ), উপ-মহাব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে অতিরিক্ত পরিচালক (ক্যাশ), যুগ্ম ব্যবস্থাপক পদের নাম হবে যুগ্ম পরিচালক, যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে যুগ্ম পরিচালক (ক্যাশ), উপ-ব্যবস্থাপক পদের নাম হবে উপ-পরিচালক, উপ-ব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে উপ-পরিচালক (ক্যাশ), সহকারী ব্যবস্থাপক পদের নাম হবে সহকারী পরিচালক, সহকারী ব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে সহকারী পরিচালক (ক্যাশ)।

এছাড়া এমএলএসএস-প্রথম মান হবে অফিস সহায়ক-প্রথম মান এবং এমএলএসএস-দ্বিতীয় মান পদটির এখন থেকে নতুন নাম হবে অফিস সহায়ক-দ্বিতীয় মান।

কার্যালয়ের সঙ্গে দাপ্তরিক প্রয়োজনে চিঠি/ই-মেইলসহ সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত পদনাম ব্যবহার করার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধসর্বজনীন পেনশন স্কিমে আর্থিক প্রতিষ্ঠানকেও অংশ নিতে নির্দেশ
পরবর্তী নিবন্ধবিদেশে কারাগারে আটক ৯৩৭০ বাংলাদেশি, বেশি সৌদি আরবে : পররাষ্ট্রমন্ত্রী