৪ ঘণ্টা পর টাঙ্গাইলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি : চার ঘণ্টা পর টাঙ্গাইলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু হয়।

এরআগে সকাল সাড়ে ৭টার দিকে বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেনে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ বলেন, ইঞ্চিনসহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। প্রায় চার ঘণ্টা পর ট্রেন উদ্ধর করা হয়েছে। ট্রেন চলাচলে কোনো সমস্যা নাই।

এ বিষয়ে ঘারিন্দা রেল পুলিশ ইনচার্জ আলি আকবর জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি ঘারিন্দা নিয়ে যাওয়া হয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধজয়পুরহাটে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন