শেয়ারবাজারে সূচকের পতন, ডিএসইতে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমার পাশাপাশি ডিএসইর প্রধান সূচক কমেছে। তবে গতকাল ডিএসইর লেনদেন বেড়েছে। এর আগের কার্যদিবসে পতনের উত্থান দেখা গিয়েছিল। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত রোববার ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত রোববার প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ কমে ছয় হাজার ২১৫ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ কমে ১ হাজার ৩৪৯ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ০৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে দুই হাজার ১১৩ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৯৮১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৬৫ কোটি ১৩ লাখ টাকা বেড়েছে। এদিন ৩১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৮১১টি শেয়ার ২ লাখ ৩৪ হাজার ৮৩৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত ছিল ৪০টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৫২ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৯ কোটি ৮৭ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৩১ কোটি ০৫ লাখ, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ৩০ কোটি ১২ লাখ, মুন্নু ফেব্রিকস লিমিটেডের ২৯ কোটি ৪৯ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২৮ কোটি ২৫ লাখ, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ২৮ কোটি ১৫ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ২১ কোটি ২৯ লাখ, গ্রামীণফোন লিমিটেডের ১৯ কোটি ৪৬ লাখ এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল রোববার ৯ দশমিক ৭১ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ৯ দশমিক ১৮ শতাংশ, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ৮ দশমিক ৮০ শতাংশ, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ৭ দশমিক ৫৮ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ৭ দশমিক ৩৫ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের ৭ দশমিক ০৪ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৬ দশমিক ৫৬ শতাংশ, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের ৬ দশমিক ৫৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ৬ দশমিক ২১ শতাংশ এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ৯৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫২ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ কমে ১০ হাজার ৬৯১ দশমিক ৮৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৭ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ কমে ১৭ হাজার ৮৪১ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির এবং কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টির দর। সিএসইতে গতকাল মোট ১৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৯ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ১ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন কমেছে।

সিএসইতে গত রোববার লেনদেনের শীর্ষে উঠে আসে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির মোট ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১ কোটি ১৩ লাখ ৯০ হাজার, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৯৫ লাখ ৭০ হাজার, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮৪ লাখ ৬০ হাজার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭৩ লাখ ৫০ হাজার, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ৬৬ লাখ ৫০ হাজার, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ৫৫ লাখ ১০ হাজার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫৩ লাখ ৮০ হাজার, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ৫৩ লাখ ৬০ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

পূর্ববর্তী নিবন্ধরমজানে ব্যাংকের নতুন সময়সূচি
পরবর্তী নিবন্ধতিন মাসের মধ্যে ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী