দাম কমার শীর্ষে স্টাইল ক্রাফট, চারদিনে কমলো ৭ কোটি টাকা

নিউজ ডেস্ক : গত সপ্তাহজুড়েই দেশের শেয়ারবাজারে ছিল ধারাবাহিক দরপতন। এ সময়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এমন পতনের বাজারে সব থেকে বেশি দাম কমেছে স্টাইল ক্রাফটের শেয়ারের।

বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম কমার শীর্ষস্থান দখল করেছে স্টাইল ক্রাফট। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে কমেছে প্রায় ৭ কোটি টাকা।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৭ দশমিক ১৮ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৫ টাকা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৬ কোটি ৯৪ লাখ ২৩ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬০ পয়সা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৬৯ টাকা ৬০ পয়সা।

শেয়ারের দামে এমন পতন হওয়া কোম্পানি সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের এক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ২ শতাংশ নগদ, ২০২০ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার, ২০১৯ সালে ১৫০ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৮ সালে ৪১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।

১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮৮ লাখ টাকা। শেয়ার সংখ্যা এক কোটি ৩৮ লাখ ৮৪ হাজার ৭৫০টি। এর মধ্যে ৩৭ দশমিক ৩৭ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৭ দশমিক ২৫ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৩৮ শতাংশ শেয়ার আছে।

স্টাইল ক্রাফটের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল এস এস স্টিল। সপ্তাহজুড়ে এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ৭৯ শতাংশ। ৬ দশমিক ৪১ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে জুট স্পিনার্স।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা লিগ্যাসি ফুটওয়্যারের দাম কমেছে ৬ দশমিক ১২ শতাংশ। ইউনাইটেড ফাইন্যান্সের দাম কমেছে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ডের ৬ দশমিক শূন্য ৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক শূন্য ৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫ দশমিক ৮৬ শতাংশ, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৫৬ শতংশ এবং জিল বাংলা সুগার মিলের ৫ দশমিক ৩২ শতাংশ দাম কমেছে।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের সবচেয়ে বড় জোগানদার হচ্ছে ব্যাংক : ড. আতিউর রহমান
পরবর্তী নিবন্ধরেমিট্যান্স যোদ্ধাদের সেবা প্রদানে সবাইকে আন্তরিক হতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী