নিউজ ডেস্ক : ভারতে দোলযাত্রা ও বাংলাদেশে ২৬ মার্চ সরকারি ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে দুদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।
সোমবার (২৫ মার্চ) বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৫ মার্চ) ভারতে দোল উৎসবে একদিন কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে ঢুকবে না বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। অপর দিকে মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এতে দুই দিন টানা বন্ধের কবলে পড়ছে বাণিজ্যিক কার্যক্রম। বুধবার (২৭ মার্চ) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, এ পথে দুদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি আর বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয় ২৫০ ট্রাকের কাছাকাছি। আমদানি বাণিজ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে প্রায় ৩০ কোটি টাকা।