সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কোম্পানি

নিউজ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল থেকে ২ মে) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড।

শনিবার (৪ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানির ৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৫৫ শতাংশ। এতে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৫.১৮ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের ৩৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪.৮৫ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলোর ৪.৬৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৪২ শতাংশ, আইটি কনসালটেন্টের ৩.২১ শতাংশ, সোনালী আঁশে ৩.০১ শতাংশ, গোল্ডেন সনে ২.৩৬ শতাংশ, ওরিয়ন ফার্মার ২.১৭ শতাংশ ও স্যালভো কেমিক্যালের ২.০৭ শতাংশ লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
পরবর্তী নিবন্ধআইডিবির বার্ষিক সভায় ২৭০.৫৭ মিলিয়নের ঋণচুক্তি