জাতীয় এসএমই মেলায় সোনালী ব্যাংকের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত সাত দিনব্যাপী ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা ২০২৪ ‘এসএমই ফাইন্যান্সিং ফ্যাসিলিটিজ ফেয়ার’ এ অংশ নিচ্ছে রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। রবিবার সম্মেলনকেন্দ্রে মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় সোনালী ব্যাংকের স্টলে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম ও মোঃ আবু সাঈদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলা চলাকালীন স্টলে আগত গ্রাহক ও দর্শনার্থী থেকে উদ্যোক্তা বাছাই, তাৎক্ষণিক ঋণ মঞ্জুরী এবং এসএমই ঋণ সংক্রান্ত সব রকমের তথ্য ও সেবা প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা আয়োজিত ১৫ কর্মদিবসব্যাপী ‘ফরেন এক্সচেঞ্জ এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স’ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
পরবর্তী নিবন্ধই-কমার্সের কয়েকটি প্রতিষ্ঠানের গ্রাহকরা ফিরে পেলেন ৪০৭ কোটি টাকা