নিউজ ডেস্ক : : বাজারে ডিমের দাম কিছুটা বেড়েছে। বিভিন্ন হিমাগারে ডিম মজুদের খবর পাওয়া গেছে।
এ বিষয়টি তদারকি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
সোমবার (২৭ মে) দুপুরে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন।
সভায় কৃষিমন্ত্রী ছাড়াও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ‘আজকে যেটুকু আলোচনা হয়েছে যেমন বোরোতে চালের উৎপাদন ভালো হয়েছে। চালের কোনো ঘাটতি নেই। দামও স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। আমদানি উন্মুক্ত আছে। সরকারি-বেসরকারি সবকিছু উন্মুক্ত আছে। পেঁয়াজ আমদানিও উন্মুক্ত আছে। কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি। হিমাগারে ডিম মজুদের খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি তদারকি করা হবে।
তিনি বলেন, আমাদের মনিটরিং চলছে। এ কথা বলেছি আমরা। আমরা কিন্তু বসে নেই। আমাদের প্রত্যেক জেলায় জেলা প্রশাসক আছেন। তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে আমাদের। সচিবদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। প্রত্যেক সচিব কিন্তু এগুলো মনিটরিং করেন। আমাদের সব ব্যবস্থাই আমরা চালিয়ে যাচ্ছি।
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে সজাগ আছেন। গতকালকেও বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। হয়তো আগামীকালকে তার সঙ্গে কথা হবে। আমরা তাকে অবহিত করবো।