কোপা আমেরিকার ক্যাম্পে আর্জেন্টিনা দলের সঙ্গে মেসি

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ২০২৪ সালটায়, বিশেষ করে জুন মাসে যেন অগণিত তারকা খেলোয়াড়দের দেখা পেতে যাচ্ছে, ইতোমধ্যে পেয়েছেও। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে। এরপর চলতি মাসেই সেখানে বসছে লাতিন আমেরিকা ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা।

এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার লক্ষ্য তাদের শিরোপা ধরে রাখা। সেই মিশনের প্রথম পদক্ষেপ হিসেবে আজ তারা ক্যাম্প শুরু করে দিয়েছে। লিওনেল মেসিকে সঙ্গে নিয়ে আলবিসেলেস্তেরা আজ অনুশীলন করেছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির মাঠে।

আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২১ জুন আটলান্টায়, কানাডার বিপক্ষে। তার আগে অবশ্য দুটো প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। ৯ জুন শিকাগোয় ইকুয়েডরের বিপক্ষে এরপর ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে ম্যারিল্যান্ডে দুটো ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ২৯ সদস্যের দলের ২৭ জন উপস্থিত ছিলেন আজকের অনুশীলনে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কারিগর গনজালো মন্তিয়েল আর ফ্রাঙ্কো আরমানি আজ ছিলেন না দলের সঙ্গে।

দলের অনুশীলনটা ভিন্ন ভিন্ন পর্যায়ে হয়েছে। কেউ জিমে সময় কাটিয়েছেন, গোলরক্ষকরা বিশেষভাবে অনুশীলন করেছেন। দলের বেশিরভাগই আজ কোর্টে বল ছাড়া অনুশীলন করেছেন। বল নিয়েও অনুশীলন হয়েছে, তবে তা বেশ ছোট পরিসরে।

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম‘রিলায়েন্স এন্টারপ্রাইজ’ উদ্বোধন
পরবর্তী নিবন্ধতানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত