৮০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ ৮০০ কোটি টাকা মূল্যের অরূপান্তরযোগ্য সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৫ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সাব-অর্ডিনেটেড এ বন্ডের বৈশিষ্ট্য হলো- এটি রূপান্তর অযোগ্য। এর মেয়াদ সাত বছর। এ বন্ড প্রাইভেট প্লেসমেন্টে ইস্যুর মাধ্যমে ব্যাংকটির মূলধনের পরিমাণ বাড়ানো হবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নিয়েছে। নিয়ম অনুযায়ী ব্যাংকের মূলধন বাড়াতে (টায়ার-২) প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মেয়াদ সাত বছর।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধ৩ আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া বাড়ছে
পরবর্তী নিবন্ধট্রেনে ঈদযাত্রায় ১৫ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ