নিহজ ডেস্ক : উইন্ডশিল্ডে ফাটল নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১২৭) ঢাকায় জরুরি অবতরণ করেছে।
বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি চট্টগ্রাম থেকে আবুধাবী যাওয়ার পথে সোমবার (২৪ জুন) রাত ১টা ৩০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
ফ্লাইটটি রাত ১০টা ৪ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবীর উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে উইন্ডশিল্ডে ফাটল দেখা দিলে উড়োজাহাজটি নরসিংদীর বেলাবো ও ফরিদপুর এলাকার আকাশে অসংখ্যবার চক্কর দেয়। মূলত জরুরি অবতরণের আগে জ্বালানি পুড়াতে এটি করা হয়।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটি নিয়ে ফ্লাইটটি শাহজালালে নিরাপদে অবতরণ করে। এর আগে উড়োজাহাজটি প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে নরসিংদী ও ফরিদপুরের আকাশে চক্কর দেয়।