সমন্বয়ক হাসনাতকে দেখতে সিএমএইচে বেবিচক চেয়ারম্যান

নিউজ ডেস্ক:

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

বুধবার (২৮ আগস্ট) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে সিএমএইচে যান বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় তার সঙ্গে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (এটিএম) এবং সদস্য (নিরাপত্তা) উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ আমলের গায়েবি মামলার বিচারিক তদন্ত কমিশন চেয়ে নোটিশ
পরবর্তী নিবন্ধজাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের