পোশাকের বিদেশি ক্রেতাদের একত্র করে সহযোগিতা চাইবেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের পোশাক এবং ওষুধ শিল্পের কর্মীদের কর্মকুশলতা বিশ্বকে মুগ্ধ করেছে। আমরা এ দুই শিল্পকে বিশ্বের সম্ভাব্য শির্ষে নিয়ে যেতে চাই। দুর্বল করার তো প্রশ্নই আসে না।

তিনি বলেন, আমরা এ দুই খাতের বিদেশি ক্রেতাদের একত্রিত করে সহযোগিতা চাইবো। যেন বাংলাদেশের এ শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে আস্থা যোগ্য হয়ে গড়ে উঠতে পারে। সব কিছুই সম্ভব যদি আমরা শ্রমিক-মালিক সম্পর্কটা এটা আনন্দদায়ক জায়গায় নিয়ে যেতে পারি।

ড. ইউনূস আরও বলেন, জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে করা হয়েছে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কার্যক্রম চালানোর জন্য দান করতে দেশের সর্বস্তরের মানুষ এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন ড. ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে এটি ড. ইউনূসের দ্বিতীয় ভাষণ। গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন তিনি।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধ