সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেফতার

নিউজ ডেস্ক
সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নাম্বার রুম থেকে তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গ্রেফতার করে।

রাত সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাসুদুর রহমান।

তিনি বলেন, আদাবর থানা এলাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক রেলমন্ত্রীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তিনি যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি।

পূর্ববর্তী নিবন্ধঢাকার যানজট নিরসনে সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান