বাংলাদেশে প্রবেশ, সীমান্তে বিএসএফ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি:
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি।

বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅন্যরা কী দেবে তার ওপর নির্ভর করে আইএমএফের সহায়তা চাইবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রযুক্তি স্থানান্তরে কানাডাকে শিল্প উপদেষ্টার আহ্বান