ময়মনসিংহে বীমা দাবির ২ কোটি ৭৬ লাখ টাকার চেক হস্তান্তর করল পপুলার লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবির ২ কোটি ৭৬ লাখ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ আসপাডা প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে এই আয়োজন করা হয়।

কোম্পানির নির্বাহী পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের মুখ্য নির্বহী কর্মকর্তা, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, একক বীমা প্রকল্পের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল।

পূর্ববর্তী নিবন্ধ২৮ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স
পরবর্তী নিবন্ধ৩০ বছরে পদার্পণ করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক