মিনিকেটের কারণে বছরে অপচয় হচ্ছে এক কোটি টন চাল : উপদেষ্টা

নিউজ ডেস্ক:
চাল ছেঁটে মিনিকেট করায় বছরে এক কোটি টন চাল অপচয় হচ্ছে বলে জানালেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন।

উপদেষ্টা বলেন, মিলে চাল কেটে মিনিকেটের মত চিকন চাল বাজারজাতকরণের কারণে প্রতিবছর এক কোটি টন চাল অপচয় হচ্ছে। এটি খাদ্য উৎপাদনের সাফল্য ম্লান করে দিচ্ছে। এসব অপচয় কমাতে হবে।

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে বাংলাদেশের কৃষি উৎপাদন ঝুঁকির মধ্যে পড়ছে জানিয়ে তিনি আরও বলেন, প্রতিকূলতা মোকাবেলা করে কৃষি উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার।

পূর্ববর্তী নিবন্ধক্যান্টন ফেয়ার শুরু, এআইওটি-বেজড স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে ওয়ালটন
পরবর্তী নিবন্ধডিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু