সিলেটে বীমা দাবির ৩ কোটি ১৬ লাখ টাকার চেক হস্তান্তর করল পপুলার লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিলেট অঞ্চলের বীমা গ্রাহকের ৩ কোটি ১৬ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা আয়োজিত হয়েছে। শবিবার (২৬ অক্টোবর) সকালে সিলেটে হোটেল নির্ভানা ইনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফের একক বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ফিরোজ জামান উজ্জলের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম শওকত আলী।

পূর্ববর্তী নিবন্ধডিএসইএক্স ১৪৯ পয়েন্ট কমে ৪ বছরের সর্বনিম্নে নেমেছে
পরবর্তী নিবন্ধএশিয়ার দেশগুলোতে কমছে চালের দাম