নিউজ ডেস্ক :
দেশের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও ১০০ টন আতপ চাল আমদানি করা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে চালগুলো আমদানি করেছেন চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।
আজ সোমবার সকালে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ আতপ চাল আমদানির তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চালগুলো গতকাল রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দর দিয়ে আমদানি করা হয়। এর আগেও গত ২৬ নভেম্বর বন্দর দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। বিশেষ করে আমাদের বন্দরটি দিয়ে বেশিরভাগ পাথর আমদানি হয়ে থাকে। এর পাশাপাশি আমদানিকারকদের আগ্রহ থাকলে সরকারের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন পণ্য ও মালামাল আমদানি-রপ্তানি কার্যক্রম হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিনে দুই দফায় ২০০ টন আতপ চাল আমদানি হলো।
বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, প্রহর ইন্টারন্যাশনালের মাধ্যমে আবারও ১০০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। চালগুলো আমদানি করেছে চট্রগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম। এর আগে গত ২৬ নভেম্বর আমদানি করেছে আল আমিন এন্টারপ্রাইজ। আসলে দূরত্বের কারণে এ স্থলবন্দর বন্দর দিয়ে চাল আমদানি করাটা ব্যয়বহুল হওয়ায় চাল কম আমদানি করা হয়ে থাকে। তবে আমরা চেষ্টা করছি, ভারতের এক্সপোর্টারদের সঙ্গে কথা বলেছি যাতে তারা পণ্যের দাম কম রাখা হয়। যাতে আমরা সবকিছু মিলিয়ে আমদানিতে প্রফিট করতে পারে আমদানিকারকরা। বিষয়টি নিয়ে আমি স্থলবন্দরের প্রমিকদের সাথে কথা বলেছি, যেসব কমার্শিয়াল পণ্য রয়েছে চাল, গম, ভুট্টা, পেয়াজসহ আমদানিকৃত পণ্যগুলো যাতে নিরাপত্তার সঙ্গে কাজ করে। সবার সঙ্গে আমি মিটিং করেছি।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে বাংলাবান্ধা স্থলবন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় গুরুত্বপূর্ণ। বন্দরটি দিয়ে আবারও গতকাল রোববার ১০০ টন চাল আমদানি হয়েছে। এ পোর্ট দিয়ে যাতে আরও কিছু আমদানি করা যায় সে বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি ও উদ্বুদ্ধ করছি।