নিউজ ডেস্ক :
টেকসই ও সবুজ অর্থায়নে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যয় কমিয়েছে। চলতি ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-আগস্ট) টেকসই ও সবুজ অর্থায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ কমেছে ১২ হাজার ১০২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই প্রকল্পে অর্থায়নের পরিমাণ ছিল ১ লাখ ১৬ হাজার ৭৯৯ কোটি টাকা। আর তিন মাস পর অর্থাৎ সেপ্টেম্বর শেষে টেকসই প্রকল্পে অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৮৭২ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে টেকসই প্রকল্পে অর্থায়ন কমেছে ১০ হাজার ৯২৭ কোটি টাকা।
তথ্যানুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে টেকসই খাতে ব্যাংকগুলো অর্থায়ন করেছে ১ লাখ ৪ হাজার ২৪০ কোটি ৮২ লাখ টাকা, এবং এ খাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করেছে ১ হাজার ৬৩১ কোটি ২৭ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স পলিসি অনুযায়ী, ব্যাংকগুলো সাসটেইনেবল ফিন্যান্সের ১১টি ক্যাটাগরিতে মোট ৬৮টি পণ্যের বিপরীতে ঋণ দিতে পারে। এসব পণ্যের অধিকাংশই সবুজ অর্থায়নের অন্তর্ভুক্ত।
টেকসই প্রকল্পের মধ্যে রয়েছে- কৃষি, সিএমএসএমই, পরিবেশবান্ধব কারখানা, সামাজিকভাবে দায়িত্বশীল প্রকল্পে অর্থায়ন। যদিও চলমান ঋণের ২০ শতাংশ টেকসই প্রকল্পে দেয়ার নির্দেশ আছে বাংলাদেশ ব্যাংকের।
এদিকে পরিবেশবান্ধব প্রকল্পের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি নির্মাণ, পরিবেশবান্ধব ইট উৎপাদন অন্যতম। এ খাতে মোট মেয়াদি ঋণের ৫ শতাংশ ঋণ দেয়ার শর্ত রয়েছে।
টেকসই ও সবুজ অর্থায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে গত কয়েক বছর ধরে বিভিন্ন মানদণ্ডে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) টেকসই বা সাসটেইনেবল রেটিং বা মান প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, পরিবেশবান্ধব তথা সবুজ প্রকল্পে ২০২৪ সালের জুন শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের পরিমাণ ছিল ৭ হাজার ৯৭১ কোটি টাকা। আর তিন মাস পর অর্থাৎ সেপ্টেম্বর শেষে পরিবেশবান্ধব তথা সবুজ প্রকল্পে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৭৯৭ কোটি টাকা।
সেই হিসাবে তিন মাসে সবুজ প্রকল্পে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন কমেছে ১ হাজার ১৭৪ কোটি টাকা।
এছাড়া, চলতি বছরের সেপ্টেম্বর শেষে সবুজ প্রকল্পে ব্যাংকগুলোর অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮৪ কোটি টাকা, এবং এ খাতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ২১২ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, টেকসই কৃষিতেও জুন প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন কমেছে। জুন শেষে এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নের পরিমাণ ছিল ৮ হাজার ৫১৬ কোটি টাকা। আর সেপ্টেম্বর শেষে এ খাতে অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৫ কোটি টাকা । সেই হিসাবে সেপ্টেম্বর প্রান্তিকে টেকসই কৃষিতে অর্থায়ন কমেছে ২ হাজার ৯৯১ কোটি টাকা।
প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো সবুজ প্রকল্পে অর্থায়ন করেছে ২২৯ কোটি টাকা এবং টেকসই প্রকল্পে অর্থায়ন করেছে ১ হাজার ১১১ কোটি ৭২ টাকা।
আর বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলো সেপ্টেম্বর প্রান্তিকে সবুজ প্রকল্পে অর্থায়ন করেছে ৫ হাজার ২৫৭ কোটি টাকা এবং টেকসই প্রকল্পে অর্থায়ন করেছে ৮১ হাজার ৫২৩ কোটি টাকা।
এছাড়া বিদেশি ব্যাংকগুলো সবুজ প্রকল্পে অর্থায়ন করেছে ১৩৬ কোটি টাকা এবং টেকসই প্রকল্পে অর্থায়ন করেছে ৫ হাজার ৮৩০ কোটি টাকা।