‘বিনিয়োগ না আসার ক্ষেত্রে কেবল রাজনৈতিক অনিশ্চয়তাই দায়ী নয়’

নিউজ ডেস্ক:
দেশে বিনিয়োগ না আসার ক্ষেত্রে কেবল রাজনৈতিক অনিশ্চয়তাই দায়ী নয় বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বিনিয়োগ না আসা কেবল রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সমার্থকভাবে দেখা আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। রাজনৈতিক কিছুটা অনিশ্চয়তার জন্য বিনিয়োগ আসছে না এটা একটা অংশ, তবে পুরোটা নয়।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে বাংলাদেশ অর্থনীতি ২০২৪-২৫: সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সিপিডির ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বাংলাদেশের উন্নয়নের স্বাধীন পর্যালোচনার (আইআরবিডি) আওতায় এ মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এসময় অন্যদের মধ্যে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা ফেলো মুনতাসির কামাল, সৈয়দ ইউসুফ সাদাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ড.মোস্তাফিজুর রহমান বলেন, আমার মনে হয় দু’দিকই গুরুত্বপূর্ণ। এক রাজনৈতিক নিশ্চয়তা যার প্রেডিক্টিবিলিটি এখন কিছুটা আছে। অন্যদিকে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সময় নির্দিষ্টভাবে বাস্তবায়ন করা, যথাযথ পরিকল্পনা করা গেলে আমি হতাশ না যে বিনিয়োগ আসবে না।

তিনি বলেন, অনেকে বলেন যে আইএমএফ’র কারণেই আমাদের কর বৃদ্ধি পেয়েছে কি না। আমরা অনেক দিন থেকেই বলছি যে আমাদের কর জিডিপির হার অনেক কম এবং এখানে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা আইএমএফ করতে বলেছে বলে নয়, সর্বনিম্ন কর জিডিপি হার, যা ৮ শতাংশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ এর জন্য আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতায় চলে যাচ্ছি। আমাদের পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণ নির্ভর, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক, তিনি যোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধসোনার দাম আরও বাড়লো, ভরি ১৪২৭৯১ টাকা
পরবর্তী নিবন্ধসপ্তাহজুড়ে প্রাইম ফাইন্যান্স ফান্ডের সর্বোচ্চ দরপতন