আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিউজ ডেস্ক:
সাশ্রয়ী মূল্যে বোতলজাত সয়াবিন তেলসহ পাঁচটি পণ্য বি‌ক্রি কর‌বে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ছাড়াও লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন যে কোনো ভোক্তা।

রোববার (৯ ফেব্রুয়ারি) টিসিবি থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সোমবার থেকে এ কার্যক্রম শুরু হবে।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি চলমান রয়েছে। পাশাপা‌শি সাধারণ ভোক্তার কা‌ছে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হ‌বে। এর মধ্যে রয়েছে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর।

যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে ১০ ফেব্রুয়ারি।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি করে মসুর ডাল ও ছোলা, এক কে‌জি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তে‌লের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ও চিনি ১৫৬ টাকা দামে বিক্রি করবে টিসিবি।

পূর্ববর্তী নিবন্ধবাজারে মিলছে না সয়াবিন তেল, কোম্পানিগুলোর দাবি সরবরাহ অনেক
পরবর্তী নিবন্ধসাত মাসে প্রবাসী আয় বেড়েছে ২৩.৬০ শতাংশ