সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন

নিউজ ডেস্ক:

আসন্ন ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা আট দিন বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

বুধবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এরপর ৬ এপ্রিল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মো. জামিরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ফলে, পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধলভ্যাংশ বিতরণের শর্ত শিথিলতার দাবি বিএবি’র
পরবর্তী নিবন্ধকালো টাকা সাদা করে ৪ ফ্ল্যাটের মালিক সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ