সাবমেরিন ক্যাবলসের আয় বেড়েছে ১৭ শতাংশ

নিউজ ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একেই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৭ শতাংশ।

সোমবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৯৯ পয়সা আয় ছিলো।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২৪ -মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮ টাকা ২৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৬ টাকা ৪১ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধ৩৫৬ কোটি টাকার পাম অয়েল কিনবে সরকার
পরবর্তী নিবন্ধপর্ষদ সভা করবে প্রিমিয়ার ব্যাংক