সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে শাহজিবাজার পাওয়ার

নিউজ ডেস্ক:

বিদায়ী সপ্তাহে (২০ এপ্রিল-২৪এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৩২৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহজুড়ে শাহজিবাজার পাওয়ার লিমিটেডের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে শাহজিবাজার পাওয়ারের ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তাতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৪ দশমিক ৪০ শতাংশ।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৭১ শতাংশ। আর শেয়ারদর ১৩ দশমিক ৬৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এসইএমএলএলইসি মিউচুয়াল ফান্ড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ১৮ শতাংশ, ডরিন পাওয়ারের ১১ দশমিক ২৬ শতাংশ, অলটেক্স ইন্ডাষ্ট্রিজের ৮ দশমিক ০৪ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৬ দশমিক ৮২ শতাংশ, ফাইন ফুডের ৬ দশমিক ৭৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৭ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ১৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি
পরবর্তী নিবন্ধহাইডেলবার্গ ম্যাটারিয়ালসের আয় কমেছে ৫০ শতাংশ