ডিএসইতে আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

নিউজ ডেস্ক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী আগামী মঙ্গলবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে আসছেন।

নির্ভরযোগ্য সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, ডিএসইতে পৌঁছে ড. আনিসুজ্জামান দুটি পৃথক বৈঠকে অংশ নেবেন। প্রথম বৈঠকে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করবেন তিনি। এরপর ডিএসইর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বসবেন বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায়। বৈঠক শেষে, তিনি ডিএসইর বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন।

দেশের পুঁজিবাজার যখন এক নাজুক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ড. আনিসুজ্জামান চৌধুরীর এই ডিএসই পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে অর্থনীতির কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো গেছে এবং তা ক্রমশ বাড়ছে। ডলার ও টাকার বিনিময় হার স্থিতিশীল হয়েছে। রেমিট্যান্স ও রপ্তানি আয়েও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংকিং খাতে ফিরেছে শৃঙ্খলা। তবে ব্যতিক্রম শুধু পুঁজিবাজার।

অর্থনীতির এই ইতিবাচক ধারার কোনো প্রভাব এখানে পড়েনি, বরং বাজারে দরপতন যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। লেনদেনও তলানিতে ঠেকেছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা একাধিকবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন, যা সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছে সরকার। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই ড. আনিসুজ্জামান চৌধুরী বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে এই বৈঠক করতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশর্তের বেড়াজালে বন্দী নয় বাংলাদেশ: আইএমএফকে আনিসুজ্জামানের
পরবর্তী নিবন্ধবাজেটে কৃষির হিস্যা বাড়াতে হবে