

প্রেস বিজ্ঞপ্তি:
পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য শেয়ারবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে আজ (৮ মে ২০২৫ তারিখ) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিপার্টমেন্ট এর বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন অব শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য সচেতনতামূলক কর্মশালা স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মনিরুজ্জামান, (Prof. Dr. Moniruzzaman) বিশেষ অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ ইউনুস মিয়া (Prof. Dr. Md. Younus Mia) ও ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্ (Sattique Ahmed Shah) এবং চেয়ার অব দি সেশন ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর অ্যাকাডেমিক অ্যাডভাইজার ও ডিন ফ্যাকেলটি অব বিজনেস স্টাডিজ অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ (Prof. jamal Uddin Ahmed)।

শেয়ারবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷ মূল প্রবন্ধে তিনি শেয়ারবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও শেয়ারবাজার বর্তমান পরিস্থিতি, শেয়ারবাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।