সোনালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

ব্যাপক উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে সোনালী ব্যাংক পিএলসির ‘ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ১০ মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।

ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ ও ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দ এবং জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা সেন্ট্রাল, ঢাকা সাউথ, ঢাকা নর্থ, ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা, নোয়াখালী, স্থানীয় কার্যালয়, রমনা কর্পোরেট শাখা ও বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া এসব জেনারেল ম্যানেজার’স অফিসের আওতাধীন সকল প্রিন্সিপাল অফিস প্রধান ও প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সকল শাখা ম্যানেজার অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসপ্তাহজুড়ে পতন, বাজার মূলধন কমলো ৪ হাজার কোটি টাকা