ডিবিএইচের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা ও নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : ডেল্টা ব্র্যাক হাউসিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) কোম্পানির শেয়ারের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২১ সালের জন্য ঘোষিত ২৫ শতাংশের মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস অনুমোদন করা হয়েছে।

এছাড়াও, শেয়ারহোল্ডাররা বিশেষ আলোচ্যসূচিতে কোম্পানির নিবন্ধিত নাম ‘ডেল্টা ব্র্যাক হাউসিং ফাইন্যান্স করপোরেশন’ পরিবর্তন করে ‘ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’ ও অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার আলাদা দুটি প্রস্তাবও অনুমোদন করা হয় ২৬তম বার্ষিক সাধারণ সভায়।

ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত ডিবিএইচের এ সভায় কোম্পানির চেয়ারম্যান নাসির এ. চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় ড. এ এম আর চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও পরিচালকদের মধ্যে, মেহেরীন হাসান, মুজিবর রহমান, মঈন উদ্দিন আহমেদ, এম. আনিসুল হক এফসিএমএ, মোহাম্মদ আনিসুর রহমান, রাশেদা কে. চৌধুরী, মেজর জেনারেল সাইয়িদ আহমেদ (অবঃ), ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানি সচিব জসিম উদ্দিন এফসিএস ও সাধারণ শেয়ারহোল্ডাররা অংশ নেন।

সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে, ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন ক্রেডিট রেটিংয়ে টানা ১৬ (ষোল) বার ‘ট্রিপল এ’ অর্জনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, গৃহ ঋণ প্রদানকারী আর্থিকপ্রতিষ্ঠান হিসেবে ডিবিএইচ পরিচালন মূনাফায় ২০২১ সালে আগের বছরের চেয়ে ১৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। খেলাপী ঋণের পরিমাণ মোট ঋণের ০.৬৩ শতাংশ যা দেশের আর্থিক খাতের মধ্যে সর্বনিম্ন।

ডিবিএইচের চেয়ারম্যান নাসির এ. চৌধুরী পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানির কর পরবর্তী মুনাফা দাঁড়ায় ১০৪ কোটি টাকায়, যা আগের বছরের চেয়ে ১৭ শতাংশ বেশি। এই সময়ে কোম্পানির মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় ৬০২৮ কোটি টাকা।

করোনা মহামারির কারণে ব্যবসা পরিচালনার প্রতিকূল অবস্থা সত্ত্বেও কোম্পানির আয় নিয়ে সন্তোষ প্রকাশ করে নাসির চৌধুরী বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে তা কোম্পানির আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারপ্রতি ১ টাকা ২০ পয়সা লভ্যাংশ দেবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
পরবর্তী নিবন্ধঈদের আগে ব্যাংকে উপচেপড়া ভিড়