জ্যষ্ঠে প্রতবিদেক : রাজধানীর মালবিাগ বাজারে সপ্তাহকি ছুটরি দনিে সপ্তাহরে বাজার করতে এসছেনে বসেরকারি একটি প্রতষ্ঠিানরে চাকরজিীবী পারভজে আহমদে। সব কছিুই বাড়তি দামে কনোর পর পঁেয়াজ কনিতে এসওে তনিি হতাশ হয়ছেনে। কারণ হঠাৎ করইে পঁেয়াজরে দামও বড়েে গছে।ে
ক্ষুব্ধ হয়ে নজিরে হতাশা প্রকাশ করে পারভজে আহমদে বলনে, গত সপ্তাহইে পঁেয়াজ কনিছেি ৫০ টাকায়। আজ সইে পঁেয়াজ কনিতে হলো ৬০ টাকায়। এক সপ্তাহে ১০ টাকা বড়েে গলে পঁেয়াজরে দাম? এরও আগে ৪০/৪৫ টাকায় পঁেয়াজ কনিছে।ি এভাবে প্রতি সপ্তাহে যদি পঁেয়াজরে দাম বাড়ে তাহলে সাধারণ মানুষ কভিাবে কনিব?ে
শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর বভিন্নি কাঁচা বাজার ঘুরে দখো গছেে প্রতটিি খুচরা বাজারইে আজ পঁেয়াজরে দাম বাড়তি যাচ্ছ।ে খুচরা বাজারে আজ ভালো মানরে পঁেয়াজ বক্রিি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া যসেব দোকানে পুরোনো র্অথাৎ আগে কনো পঁেয়াজ রয়ছেে সগেুলো ৫৫ টাকা কজেতিে বক্রিি হচ্ছ।ে তবে বাজাররে কোথাও ৫৫ টাকায় নচিে পঁেয়াজ বক্রিি হচ্ছে না। যা গত সপ্তাহে বা ৪/৫ দনি আগওে ৪৫ থকেে ৫০ টাকায় বক্রিি হয়ছে।ে
খুচরা বাজারে হঠাৎ কনে পঁেয়াজরে দাম বড়েে গলে এ বষিয়ে গুলশান সংলগ্ন কাঁচা বাজারে খুচরা পঁেয়াজ বক্রিতো লয়িাকত আলী বলনে, পঁেয়াজরে দাম হঠাৎ বড়েে যাওয়ার কারণ হলো আগরে পঁেয়াজ শষেরে দকি।ে এখন নতুন পঁেয়াজ উঠতে আরও কমপক্ষে দুই মাস সময় লাগব।ে যে কারণে পাইকারি বাজারওে আমাদরে কনো দাম বশেি পড়ছ।ে নতুন পঁেয়াজ ওঠার আগ র্পযন্ত দাম বাড়তইি থাকবে বলে মনে হচ্ছ।ে
রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় ভ্যানে করে পঁেয়াজ বক্রিি করছলিনে উৎপল দাস। তনিি বলনে, কয়কেদনি আগওে ৩৮/৪০ টাকায় পাইকারি বাজার থকেে পঁেয়াজ কনিে ৪৫ টাকায় বক্রিি করতাম। কন্তিু কয়কেদনি ধরে সইে দাম বাড়তি যাচ্ছ।ে এখন ৫০/৫২ টাকা পাইকারইি কনো পড়ছ।ে এরপর সইে পঁেয়াজ বাছাই করে বড় ছোট ভালো আলাদা করে ৫৫/৬০ টাকায় বক্রিি করছ।ি এখন কছিু দনি পঁেয়াজরে দাম বাড়তইি যাব,ে এরপর নতুন পঁেয়াজ উঠলে আবার দাম কমতে শুরু করব।ে
শান্তনিগর বাজার থকেে ৬০ টাকা কজেি দরে পঁেয়াজ কনিতে হলো উল্লখে করে ফরিোজ আহমদে নামরে একজন বসেরকারি চাকরজিীবী বলনে, বাজারে এমন কোনো জনিসি নইে যে জনিসিরে বাড়তি দাম যাচ্ছে না। আমাদরে মতো নম্নি আয়রে মানুষ যে কভিাবে এই বাজারে টকিে আছে সে কথা শুধু আমরাই জান।ি মাছ, মাংস, ডমি সব কছিুরই দাম বাড়ত।ি বাজারে ৫০ টাকার নচিে কোনো সবজি নইে। এর মধ্যে হঠাৎ দাম বড়েছেে পঁেয়াজরেও। ৫০ টাকায় যে পঁেয়াজ কনিছেি সটো আজ কনিতে হলো এক কজেি ৬০ টাকা দয়ি।ে আমরা সাধারণ মানুষ দ্রব্যমূল্যরে র্ঊধ্বগততিে আর টকিে থাকতে পারছি না।