নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বুধবার (৫ জুলাই) সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৪ পয়েন্টে, ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৬৫ পয়েন্ট কমে ২ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৭২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮৩ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১০৯ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৮৯০ কোটি ৬৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০০ কোটি ২৮ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াম সিএসসিএক্স ১ পয়েন্ট কমে ১১ হাজার ১৯২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৯৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২২৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত আছে ৯১টির। দিন শেষে সিএসইতে ২১ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।