১৯৩ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : শেষের দিকে একপ্রান্ত আগলে দারুণ লড়াই করলেন মেহেদী হাসান মিরাজ। ১১০ বল খেলে ১৪ চারে ৮১ রানে পৌঁছে গিয়েছিলেন। সঙ্গীর অভাবে এই রানেই থামতে হলো তাকে। বঞ্চিত হতে হলো ঞ্চুরি থেকে। তার ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থামে ৩১৮ রানে। তাতে দ্বিতীয় টেস্টে ১৯৩ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। শেষ ব্যাটসম্যান হিসেবে লাহিরু কুমারার বলে আউট হন খালেদ আহমেদ। তিনি ৮ বল খেলে ব্যক্তিগত ২ রানে বোল্ড হয়ে যান।

মিরাজ ছাড়া এই ইনিংসে ফিফটি করেন মুমিনুল হক। এছাড়া লিটন দাস ৩৮, সাকিব আল হাসান ৩৬, মাহমুদুল হাসান জয় ২৪ ও নাজমুল হোসেন শান্ত ২০ রান করেন।

বল হাতে শ্রীলঙ্কার লাহিরু কুমারা ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন কামিন্দু মেন্ডিস। ২টি উইকেট যায় প্রবথ জয়সুরিয়ার পকেটে। অপর উইকেটটি নেন বিশ্ব ফার্নান্দো।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫৩১/১০ ও ১৫৭/৭ ডিক্লে.
বাংলাদেশ: ১৭৮/১০ ও ৩১৮/১০
ফল: শ্রীলঙ্কা ১৯৩ রানে জয়ী।
সিরিজ: শ্রীলঙ্কা ২-০ বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধসূচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন চলছে
পরবর্তী নিবন্ধএবি ব্যাংক নিয়ে এসেছে ‘আহলান’