কুমিল্লায় ৫ কোটি টাকা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী কুমিল্লায় ৫ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছে। ২৫ জানুয়ারী ন্যাশনাল লাইফের কুমিল্লা সদর মডেল মনিটরিং এরিয়ার উদ্যোগে কোটবাড়ি শালবন বিহারে আয়োজিত ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন উক্ত টাকার চেক হস্তান্তর করেন।
কোম্পানীর কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়া প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সদর মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা ও এভিপি মোঃ আলমগীর হোসেন। অরো বক্তব্য রাখেন ডিভিপি ও দেবিদ্বার মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা মোঃ কাউছার আলম, দেবিদ্বার মডেল জোনের ডিজিএম মোঃ জাকির হোসেন, জোনাল ম্যানেজার আব্দুল হান্নান মুন্সী, চিফ জোনাল ম্যানেজার বেলায়েত হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, আমরা অত্যন্ত সফলতার সাথে ২০২৪ সালের ব্যবসায়ীক কার্যক্রম সফলভাবে শেষ করেছি এবং একইসাথে ২০২৫ সালের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রিমিয়াম সংগ্রহের কার্যক্রম শুরু করেছি। কর্পোরেট সুশাসন, যথা সময়ে দাবী পরিশোধ ও সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। বর্তমানে সারা দেশে আমাদের গ্রাহক সংখ্যা ৭৩ লক্ষ, কর্মী ও কর্মকর্তা হলো প্রায় ৭০ হাজার। বিগত ৪০ বছরে আমরা প্রায় ৫০ লক্ষ গ্রাহককে তাদের দাবী পরিশোধ করেছি। আমরা এপর্যন্ত ২৫ টি জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছি। অঅমাদের লাইফ ফান্ড ৬ হাজার কোটি টাকা, যা দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখছে।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত