মিডল্যান্ড ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক : মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রথমবারের মতো আর্থিক স্বাক্ষরতা দিবস কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহসান-উজ জামান।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষে সামাজিক সচেতনতা বাড়ানো, গ্রাহকের আমানতের সুরক্ষা, ঋণ প্রদান ও গ্রাহকের অভিযোগ নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকেরফিন্যান্সিয়াল লিটারেসি উইং-এর সদস্য ও হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. জাবেদ তারেক খান, ফিন্যান্সিয়াল লিটারেসি উইং-এর প্রধান ও হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মো. রাশেদ আকতার, ফিন্যান্সিয়াল লিটারেসি উইং-এর মেম্বার সেক্রেটারি এবং হেড অব এজেন্ট ব্যাংকিং ইমরান আল হাবিব এবং ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া অর্থিক স্বাক্ষরতা দিবস উদযাপনের অংশ হিসেবে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্যোগে একাধিক স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয় ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অর্থিক সচেতনতা ও বৈধ পথে বৈদেশিক মুদ্রা আনা সম্পর্কিত বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলংকাবাংলা ফাইন্যান্সের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধঢাকার বায়ুদূষণ কমাতে ৬ সুপারিশ মার্কিন গবেষকের