নিজস্ব প্রতিবেদক:
এস.এম আবু জাফর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি- এ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে ২০২১ সাল থেকে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে উত্তরা মডল টাউন শাখায় দায়িত্ব পালন করছিলন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যাগদানর পূর্ব তিনি এক্সিম ব্যাংক এবং ইউসিবিএল ব্যাংক এ গুরুত্বপূর্ণ পদ কর্মরত ছিলন।
এস.এম আবু জাফর এক্সিম ব্যাংক ২০০০ সাল ম্যানজমট ট্র্রইনি হিসব যাগদানর মাধ্যম তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করন। দীর্ঘ ২৪ বছরর ব্যাংকিং ক্যারিয়ার শাখা পর্যায় বদশিক বাণিজ্য প্রধান, অপারশন ম্যানজার এবং ৩ (তিন) টি গুরুত্বপূর্ণ কর্পারট ও এডি শাখার ব্যব¯াপক হিসব দায়িত্ব পালন করন। সফলতার সাথ দায়িত্ব পালনর স্বীকতি হিসব তিনি ৩ (তিন) বার “চয়ারম্যানস্ গাল্ড মডল” অ্যাওয়ার্ড – এ ভষিত হন। এছাড়াও ২০১৭ সাল তিনি শুদ্ধাচার পুর®ার লাভ করন।
তিনি ¯ানীয় ও আÍর্জাতিক বহু প্রতিষ্ঠান থক ব্যাংকিং বিষয় প্রশিক্ষণ গ্রহণ করছন এবং দশ ও বিদশ অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন সমিনার, সিম্পাজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীত অংশগ্রহণ করছন। প্রথিতযশা এ ব্যাংকার ঢাকা বিশ্ববিদ্যালয়র হিসাববিজ্ঞান বিভাগ থক ¯াতক ও ¯াতকাত্তর ডিগ্রি লাভ করছন।